ফটোশপ এর প্রথমিক আলোচনা







 
ফটোশপ মুলত ফটোগ্রাফি নিয়ে কাজ করে।অথাত Raster Images নিয়ে কাজ করে ফটোশপ । ফটোশপের মাধ্যমে আপনি খুব সহজেই অনেক অসাধারণ কাজ করতে পারবেন।যেমন
ফটোশপ ব্যবহার করে ইমেজকে Editing(সংশোধন)করে বিভিন্ন Color ব্যবহার করে আকর্ষনীয় সব Effect দিয়ে কাঙ্খিতরুপে উপস্থাপন করা যায়।

এটি হল প্রকাশনা, ওয়েবপেজ, মাল্টিমিডিয়া এবং অনলাইন গ্রাফিক্স তৈরির জন্য একটি অনন্য Graphics Program(গ্রাফিক প্রোগ্রাম)। ম্যাকের জন্য তৈরি হলেও পিসিতেও এটি সমানভাবে কার্যকর।এক কথায় বলা চলে Photo/Picture Editing সংক্রান্ত এমন কোন কাজ নেই যা Photoshop এর মাধ্যমে করা যায় না।আসলে ফটোসপের মাধ্যমে অনেক কিছু করা যায়।

No comments:

Post a Comment